দুই দিনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় লুপ লাইনে কার্ভ থাকাকে দায়ী করে স্ট্রেট রুট নির্মাণের লক্ষ্যে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. রমজান আলী জানান, দু’দিনে লুপ লাইনে দু’টি ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় একই স্থানে লাইনচ্যুত হয়।
সিরাজগঞ্জে রেলের জায়গা বারবার দখল-পুনর্দখলের বিষয়ে স্থানীয় কর্মকর্তাদের দায়ী করে প্রধান প্রকৌশলী জানান, দখলের প্রাথমিক পর্যায়ে বাধা দিলে বার বার উচ্ছেদ করার প্রয়োজন পরতো না।
এর আগে রোববার (১ জানুয়ারি) রাতে রাজশাহী এক্সপ্রেস ও সোমবার (২ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঘোরানোর সময় লুপ লাইনে একই স্থানে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরএ