ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অকটেনে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
আশুলিয়ায় অকটেনে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে আটক ১

আশুলিয়া, সাভার: আশুলিয়ার জামগড়া এলাকায় অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে মেসার্স ঈশা ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার আইচকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাংলানিউজকে জানান, জামগড়া ছয়তলা এলাকার মেসার্স ঈশা ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়।

এসময় পানি মিশিয়ে অকটেন বিক্রির সময় হাতেনাতে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বিদ্যুৎকে আটক করা হয়।

এছাড়া দুই লিটার অকটেন সংগ্রহ করে ঢাকার পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।