ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ঈশ্বরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৪ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২ জন।

বুধবার (০৪ জানুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।  

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার মৃত হোসেন আলীর স্ত্রী ফাতেমা খাতুন (৬৫), পুত্রবধূ মনোয়ারা (৩৫), নাতী সাকিব মিয়া (৮) ও নান্দাইল উপজেলার চারআনিপাড়ার মৃত মাহতাব উদ্দিনের ছেলে অটোরিকশা চালক চান মিয়া (৩০)।

 

আহতরা হলেন- নিহত মনোয়ারার স্বামী ইসহাক (৪০) ও ৫ বছরের শিশু খাদিজা।  

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, ঈশ্বরগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ময়মনসিংহগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও একই পরিবারের তিন যাত্রী নিহত হন। ঘাতক ট্রাকটি শম্ভুগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭/আপডেট: ১৪৩৫ ঘণ্টা
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।