ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ২ ট্রলারসহ ৭ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
সুন্দরবনে ২ ট্রলারসহ ৭ জেলে আটক সুন্দরবনে ২ ট্রলারসহ ৭ জেলে আটক-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে দুইটি ট্রলারসহ সাত জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। বুধবার (৪ জানুয়ারি) ভোরে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার আব্দুর রশিদ ফকিরের ছেলে কাঞ্চন ফকির, ইদ্রিস ফকিরের ছেলে সহিদুল ফকির ও ইউসুফ ফকির এবং কাঞ্চন ফকিরের ছেলে বেলাল ফকিরের পরিচয় পাওয়া গেছে।

বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের কর্মকর্তা নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ওই সাত জেলেকে আটক করা হয়েছে।

বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।

আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের বয়স কম হওয়ায় বিশেষ বিবেচনায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।