ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডিএনসিসি’র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসানোর সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ডিএনসিসি’র ব্যবসায়ীদের অস্থায়ীভাবে বসানোর সিদ্ধান্ত পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট, ছবি: দীপু

ঢাকা: গুলশান-১ ডিএনসিসি মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অস্থায়ী ভাবে বসার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কাঁচাবাজার ও সুপার মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি।

বুধবার (০৪ জানুয়রি) দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানান সমিতির চেয়ারম্যান শের মুহাম্মদ।

তিনি বলেন, আমাদের হিস‍াব মতে কাঁচা ও সুপার মার্কেটে ৪শ’র মতো দোকান ছিলো।

সবগুলো পুড়ে গেছে। ভবন ধসে যাওয়ায় কিছুই অবশিষ্ট নেই। ক্ষতিগ্রস্তদের মার্কেটের খোলা জায়গা ও পার্কিং এরিয়াতে অস্থায়ী ভাবে বসানোর বিষয়ে আমরা বৈঠকে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।    

শের মুহাম্মদ বলেন, মুদি ও কাঁচামাল বিক্রেতাদের সুপার মার্কেটের খোলা জায়গায় অস্থায়ী ভাবে বসার সুযোগ দেওয়া হোক। আর কসমেটিস ব্যবসায়ী যারা আছেন তাদের মার্কেটের পার্কিং এরিয়ার দুই পাশে অস্থায়ী ভাবে বসানোর চিন্ত‍া করা হচ্ছে। এ বিষয়ে আমাদের কমিটির আবারো বৈঠক হবে। বৈঠকে বিষয়টি কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (০২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় অগ্নিকাণ্ডে গুলশান-২ ডিএনসিসি মার্কেট পুড়ে যায়। এছাড়া মুদি ও কাঁচাবাজার অংশটি ধসে পড়ে।

বাংদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসজেএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।