ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় দিনে চলছে সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
দ্বিতীয় দিনে চলছে সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিতীয় দিনে চলছে সিরাজগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ: দ্বিতীয় দিনের মতো সিরাজগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে।

বুধবার (০৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

এর আগে মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ।

সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (কার্য) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন ঘোরানোর জন্য লুপ লাইন নির্মাণের জন্য অনেক জায়গা প্রয়োজন। এ কারণে লাইনের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আপাতত লুপ লাইন নির্মাণের জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকোই উচ্ছেদ করা হবে। পরবর্তীতে রেলওয়ে বিভাগের সব অবৈধ স্থানই দখলমুক্ত করা হবে।

এর আগে, ১ ও ২ জানুয়ারি পর পর দুদিন সদ্য নির্মিত লুপ লাইনে ঘোরানোর সময় একই স্থানে সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং রাজশাহী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় সদ্য নির্মিত লুপ লাইনে কার্ভ থাকাকে দায়ী করে স্ট্রেট রুট নির্মাণের উদ্যোগ নেন রেলওয়ে বিভাগ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।