ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধুনটে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ধুনটে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ ধুনটে শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

ধুনট (বগুড়া): ‘আর নয় ঝরে পড়া, আনন্দ স্কুলে লেখাপড়া’-এ স্লোগান নিয়ে বগুড়ার ধুনট উপজেলায় আনন্দ স্কুলের শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটোরিয়াম হলে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা হাবিব‍ুর রহমান এমপি। পরে সেখানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম সোবাহান, আহসান হাবিব, যুগ্ম সম্পাদক মহসীন আলম, আনন্দ স্কুলের উপজেলা প্রশিক্ষণ সমন্বয়কারী আব্দুল আজিজ, ধুনট উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কুদরত-ই-খুদা জুয়েল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) কফিল উদ্দিন, সবুজ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন ও আনন্দ স্কুলের শিক্ষক নাহিদ সুলতানা প্রমুখ।

ধুনট উপজেলার ৩২টি আনন্দ স্কুলের ৮৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।