ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ডিএনসিসি মার্কেটের ক্ষয়ক্ষতি অনুমান নির্ভর নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
‘ডিএনসিসি মার্কেটের ক্ষয়ক্ষতি অনুমান নির্ভর নয়’ ডিএনসিসি মার্কেট পরিদর্শনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: গুলশান-১ নম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে লাগা আগুনের ক্ষয়ক্ষতি এখনো অনুমান নির্ভর নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (০৪ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ধসে পড়া ভবনের কিছু কিছু জায়গায় এখনো আগুন জ্বলছে।

সম্পূর্ণ নিভিয়ে ফেলার পর আলোচনা করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, ডিএনসিসি অনুমান করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের ব্যাপারে ডিএনসিসি মেয়র আনিসুল হকের বরাত দিয়ে মন্ত্রী বলেন, ‘আনিসুল হক আমাকে জানিয়েছে এ ভবনটি গত চার বছর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিলো। ’

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে ওবায়দুর কাদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু কিছু ব্যবসায়ী পরিবার পথে বসে গেছেন। এ এলাকার বাতাসও অনেকটা ভারী হয়ে গেছে।

ব্যবসায়ীদের তিনি বলেন, ‘আপনারা কো-অপারেশন করেন আমি সরকারের একজন মন্ত্রী। আপনাদের পুনর্বাসনের জন্য যতোটুক সহযোগিতা করা দরকার সরকারের তরফ থেকে তা করা হবে। বুধবার রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বৈঠক রয়েছে। ওই বৈঠকে এই অগ্নিকাণ্ডের বিষয়ে আলোচনা হবে। ’

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসজেএ/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।