ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে জাল নোটসহ আটক কলেজছাত্র কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বরিশালে জাল নোটসহ আটক কলেজছাত্র কারাগারে

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাত হাজার টাকার জাল নোটসহ আটক ডালিম হাওলাদারকে (২২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

ডালিম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বড় বাশাইল গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে। তিনি ঢাকার একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

গৌরনদী থানার উপ পরিদর্শক (এস আই) ইয়াকুব বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জুবায়ের বুধবার (৪ জানুয়ারি) বিকেলে টরকী বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫শ’ টাকার ১৪টি জাল নোটসহ ডালিমকে আটক করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ডালিমকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমএস/আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।