ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শার্শায় ৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
শার্শায় ৩০০ বোতল ফেনসিডিলসহ আটক ৩ শার্শা সীমান্তবর্তী এলাকা

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার শিকারপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার নওয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৪০), যশোরের শার্শা উপজেলার ডিহী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান (৪২) ও শার্শার নারিকেল বাড়িয়া গ্রামের শেফ মোড়লের ছেলে মুজিবর রহমান (৩৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তবর্তী এলাকার শার্শার শিকারপুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুইটি ফেনসিডিলের বস্তাসহ তিন পাচারকারীকে আটক করা হয়।

২৬ বিজিবি ব্যাটালিয়নের শার্শার কাশিপুর ক্যাম্পের সুবেদার আব্দুর রহিম বাংলানিউজকে জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এজেডএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।