ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরবঙ্গের নব্য জেএমবি’র প্রধান ছিলেন সাদ্দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
উত্তরবঙ্গের নব্য জেএমবি’র প্রধান ছিলেন সাদ্দাম

ঢাকা : রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি মারজানের সহযোগী মো. সাদ্দাম উত্তরবঙ্গের নব্য জেএমবি’র প্রধান ছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খান কামাল।

শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, উত্তরবঙ্গে এ পর্যন্ত যতোগুলো জঙ্গি হামলা হয়েছে, সাদ্দাম সবগুলো হামলার সঙ্গে জড়িত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোমবার গভীররাতে রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলে করে যাচ্ছিল মারজান ও সাদ্দাম। এসময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা বোমা বিস্ফোরণ ঘটান। পরে পুলিশের গুলিতে তারা নিহত হন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  আমাদের গোয়েন্দা বাহিনী জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তৎপর রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমরা বলছি না যে সবকিছুই আমরা নিয়ন্ত্রণ করে ফেলেছি।
 
মন্ত্রী আরও বলেন, জঙ্গি সাদ্দাম উত্তরবঙ্গের নব্য জেএমবি’র সদস্যদের নিয়ন্ত্রণ করতেন। এছাড়া মারজান ছিলেন সমস্ত পরিকল্পনাকারীদের একজন।

তিনি বলেন,  জঙ্গি মূসাকে খোঁজা হচ্ছে। এছাড়া জঙ্গি তৎপরতার সঙ্গে  যারাই জড়িত রয়েছেন, সবাইকে খোঁজা হচ্ছে। সবাই ধরা পড়বে।
 
মারজান ও সাদ্দাম নিহত হওয়ায় দেশে জঙ্গি তৎপরতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর রায়েরবাজার বেড়িবাঁধের কাছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে বহুল আলোচিত জঙ্গি নেতা, গুলশানে হলি আর্টিজান হামলার অন্যতম পরিকল্পনাকারী নুরুল ইসলাম মারজান ও তার সহযোগী সাদ্দাম হোসেন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭/আপডেট: ১৬১৮ ঘণ্টা
আরএটি/এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।