ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় নববধূর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৫, জানুয়ারি ৭, ২০১৭
রাজধানীর রায়েরবাগে সড়ক দুর্ঘটনায় নববধূর মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ হাসেম রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় রাইদা আক্তার (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় স্বামী আল-আমিল আহত হয়েছেন। শনিবার (০৭ জানুয়ারি) বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নববধূর মামা শ্বশুর সেলিম শেখ বাংলানিউজকে বলেন, গত ৩০ ডিসেম্বর (শুক্রবার) আল-আমিনের সাঙ্গে তার কাবিন হয়। রাইদা তার বাবা-মায়ের সঙ্গে নারায়ণগঞ্জ সিদ্ধিরঞ্জ এলাকায় থাকতো।

আল-আমিন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি মসজিদে ইমামতি করে।

এদিন সকালে আল-আমিন সিদ্ধিরঞ্জ থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইলেযোগে রায়েরবাগ হাসেম রোড এলাকায় এলে, একটি পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই রাইদার মৃত্যু হয়। আহত আল-আমিনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আউয়াল বাংলানিউজকে বলেন, আমরা জানতে পেরেছি, ওই এলাকায় চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে রাইদা নামে ওই নববধূ পড়ে যান। এসময় একটি ছোট পিকআপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৩  ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজেডএস/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।