ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

পোরশা সীমান্তে ২ রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৬, জানুয়ারি ৭, ২০১৭
পোরশা সীমান্তে ২ রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত থেকে দুই রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (০৭ জানুয়ারি) সকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় কর্মকর্তারা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এরা হলেন- নাঈমুল ইসলাম (৪০) পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা ও জিয়াউর রহমান (২৫) একই উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মহুবুলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নিতপুর সীমান্ত এলাকায় গরু আনতে যায় নাইমুল ও জিয়াউর।

এসময় ভারতের ক্যাদারিপাড়ার বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে বিষয়টি বিজিবিকে জানানো হয়।

এ বিষয়ে ১৪ বিজিবির সহ-অধিনায়ক মেজর আশরাফুজ্জামান বাংলানিউজকে জানান, ওই দুই রাখালকে ফিরিয়ে আনার জন্য ভারতের ক্যাদারিপাড়া ক্যাম্পে যোগাযোগ করা হচ্ছে।

বিকেলে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।