ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

জাতীয়

কিশোর আদনান হত্যার ঘটনায় গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, জানুয়ারি ৭, ২০১৭
কিশোর আদনান হত্যার ঘটনায় গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর উত্তরায় কিশোর আদনান কবির (১৪) হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- সাদাফ জাকির ও নাসির মো. আলম।

শনিবার (৭ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন খান বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে নবম শ্রেণির ছাত্র আদনানকে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।

 

এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার রাতেই উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
পিএম/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।