ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ কুকুর আনলো বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ কুকুর আনলো বিজিবি প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ কুকুর-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮টি কুকুর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুর ২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিএসএফ সদস্যরা এসব কুকুর বিজিবির হাতে তুলে দেন।

জানা গেছে, ভারতের মধ্য প্রদেশের টেকেনপুর বিএসএফ ট্রেনিং সেন্টারে ২০ জন বিজিবি সদস্য বিগত ছয় মাস ধরে  ডগ স্কোয়াড প্রশিক্ষণের ওপর প্রশিক্ষণ নেন।

পরে সেখানে প্রায় ছয় লাখ টাকায় ১৮টি কুকুর কিনে প্রশিক্ষণ দিয়ে  দেশে নিয়ে আসে বিজিবি। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিজিবি ক্যাম্পে এসব কুকুর সরবরাহ করা হবে। মাদক, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং অপরাধী শনাক্তে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো বিজিবির সহায়ক হয়ে কাজ করবে।

এর আগে কুকুরগুলো বাংলাদেশে আনার পর শার্শা প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা এসব কুকুরের স্বাস্থ্য পরীক্ষা করেন।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার কুকুরগুলোকে যশোর থেকে ঢাকা বিজিবি সদর দপ্তরে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজেডএইচ/এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।