ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

খানসামায় কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, জানুয়ারি ৭, ২০১৭
খানসামায় কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ

দিনাজপুর: দিনাজপুর জেলার খানসামা উপজেলা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খানসামা সদর উন্নয়ন কমিটি।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খানসামা বন্দর সুপার মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ রানা, উপজেলা ছাত্রলীগ নেতা রাকেশ গুহ, হাজ্জাজ বিন নসিব ও মনিরুল ইসলাম প্রমুখ।

পরে রোববার (০৮ জানুয়ারি) অবরোধসহ অর্ধদিবস হরতালের ডাক দেন খানসামা সদর উন্নয়ন কমিটির সদস্য আব্দুল লতিফ রানা।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।