ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

ডিমলায় যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, জানুয়ারি ৭, ২০১৭
ডিমলায় যুবকের মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডিমলা উপজেলায় নিমাই কুমার সেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ জানুয়ারি) সকালে ডিমলা হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার বাবুরহাট গ্রামের কালিদাস চন্দ্র সেনের ছেলে।

ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, বখাটেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন নিমাই। পর পর লোকসানের কারণে পেশায় ব্যবসায়ী নিমাই আর্থিক দৈন্যতার কবলে পড়েন।

এনিয়ে হতাশাগ্রস্থ হয়ে নিজের ঘরে কীটনাশক পান করেন তিনি।

টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।