ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রুমায় অবৈধভাবে বালু উত্তোলনে যুবকের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
রুমায় অবৈধভাবে বালু উত্তোলনে যুবকের অর্থদণ্ড

বান্দরবান: বান্দরবানের রুমায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মোহাম্মদ সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরিফুল হক এ দণ্ডাদেশ দেন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শরিফুল হক বাংলানিউজকে জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পাড়া এলাকার সাঙ্গু নদীর চরে অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে সাইফুলকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাইফুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জানুয়রি ০৭, ২০১৬
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।