ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন

পিরোজপুর: পিরোজপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা। রোববার (০৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি কাজী মজিবুর রহমান, সহ-সভাপতি সুলতানা নাসরিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন খান প্রমুখ।

এসময় বক্তারা শিক্ষা জাতীয়করণ, পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখীভাতা, সরকারি চাকুরিজীবীদের মতো বাড়ি ভাড়া, চিকিৎসাভাতা ও উৎসব বোনাস দেওয়ার দাবি জানান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
বিএসকে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।