ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় নির্মল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
কোটালীপাড়ায় নির্মল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী নির্মল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতিবিদ নির্মল সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে দিনটি পালন উপলক্ষে  কোটালীপাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্মল সেন স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিলাল হোসেন।

অনুষ্ঠান উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুল হক, জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য নজরুল ইসলাম হাজরা মুন্নু ও সাংবাদিক মিজানুর রহমান বক্তব্য রাখেন।

নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুরেন্দ্রনাথ সেন গুপ্ত। মাতার নাম লাবন্য প্রভা সেন গুপ্ত। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নির্মল সেন পঞ্চম।

নির্মল সেন ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্যে দিয়ে তার সাংবাদিকতা শুরু করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।