ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত ৫, ৬টি বাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত ৫, ৬টি বাড়ি ভাঙচুর পাবনায় প্রতিপক্ষের হামলায় আহত ৫, ৬টি বাড়ি ভাঙচুর

পাবনা: পাবনার ফরিদপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বিলচান্দক গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলা চলাকালে প্রতিপক্ষের লোকজন ছয়টি বাড়ি ভাঙচুর করে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিলচান্দক গ্রামের বাসিন্দা রহমত আলীর সঙ্গে একই গ্রামরে আজগর আলীল ছেলে রুহুল আমিন, জব্বার আলীর ছেলে আনসার আলী আকন্দ (লালু), মৃত আবজাল আলীর ছেলে হাতেম আলী মাস্টারের জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে সকালে প্রতিপক্ষরা রহমত আলীর বাড়িসহ ছয়টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় তাদের বাধা দিতে গেলে রহমত আলীর পাঁচ সমর্থক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বনওয়ারীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার রায় বলেন, এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।