ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
শরীয়তপুরে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুরে ভিক্ষুক পুনর্বাসন ও ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান বলেন, ভিক্ষাবৃত্তি একটি ঘৃণিত পেশা। তাই ভিক্ষুক পুনর্বাসন ও ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে।

এ সময় সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক মো. কামাল হোসেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদারসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শরীয়তপুর পৌরসভার মোট ২৭ জন ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন, চায়ের দোকান ও দোকানের উপকরণ এবং মুরগির বাচ্চাসহ মুরগির খোপ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।