ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী দিবস পালিত দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: ‘‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে দুর্নীতিবিরোধী দিবস।

শনিবার (০৯ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিবসের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

পরে দুর্নীতি বিরোধী ফেস্টুন ও ব্যানার সম্বলিত একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়।

সেখানে দুপ্রক সনাক, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এ স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রবন্ধপত্র পাঠ করেন সনাক সদস্য রওশন আরা চৌধুরী।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সনাকের সহ-সভাপতি আহসান হাবীব নীলুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন-জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানালাল বকসী, সাবেক পৌর মেয়র কাজিউল ইসলাম, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সনাক সদস্য ইউসুফ আলমগীর প্রমুখ।

সভায় প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এখন এটি জাতীয় দিবস টেকশই উন্নয়নের লক্ষ্যমাত্রার একটি লক্ষ্য, তাই আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শেষে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।