ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে দুর্নীতিবিরোধী দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
রাজশাহীতে দুর্নীতিবিরোধী দিবস পালন বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম

রাজশাহী: ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম।

পরে দিবসটি উপলক্ষে সমাজের সবক্ষেত্রে দুর্নীতি বন্ধের দাবি জানিয়ে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন, রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজশাহী জেলা সভাপতি আব্দুস সালাম, দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহীর পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া, রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া মোল্লা প্রমুখ।  

এছাড়া মানববন্ধন কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে, রাজশাহী মহানগর ছাড়াও বিভিন্ন উপজেলাতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, মানববন্ধন কর্মসূচির পালন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।