ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালতলীর নিখোঁজ ৪ জেলের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
তালতলীর নিখোঁজ ৪ জেলের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

বরগুনা: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বরগুনার তালতলী উপজেলার চার জেলের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে তালতলীর নিদ্রা সকিনার প্রায় ৩০ কিলোমিটার দূরে লাল দিয়ার চর সংলগ্ন বঙ্গোপসাগরে তাদের মরদেহ পাওয়া যায়।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার ছোট আমখোলা গ্রামের জসিম উদ্দিন, শাহিন মিয়া ও বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরণের মরদেহ পাওয়া গেছে। এখনও তাদের সঙ্গে নিখোঁজ হওয়া আলী হোসেনের (৩৪) সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, ওই চার জেলে ৭ ডিসেম্বর উপজেলার বড় আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এফবি হাওলাদার নামে মাছধরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বৈরী আবহাওয়ার কারণে সেদিনই তারা ফিরে আসছিলেন। সাগরের তীরে এলে ঢেউয়ের আঘাতে ট্রলারসহ তারা ডুবে নিখোঁজ হন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।