ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের দোসররা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
পাকিস্তানের দোসররা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

বেনাপোল (যশোর): নিজেদের পরাজয় আঁচ করতে পেরে পাকিস্তানি দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিলো। রাজাকার-আলবদর-আলশামস বাহিনীর সহযোগিতায় বেছে বেছে এ দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য শ্রেষ্ঠ সন্তান ঘর-বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

তবে শত চেষ্টাতেও উদ্দেশ্য সফল করতে পারেনি। মুক্তিযোদ্ধারা দাঁতভাঙা জবাব দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।

লাখো শহীদ ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে আনা স্বাধীনতার স্বাদ আজ আমরা ভোগ করছি বলে জানিয়েছে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-১ আসনের সংসদ সদস্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতা বিরোধীরা এখনো ওত পেতে আছে হায়েনার মতো। আবারও দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে তারা। সুযোগ পেলেই মরণ কামড় বসানোর চেষ্টায় রয়েছে। তবে আমরা এ সুযোগ তাদের দিতে চাই না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়দেব কুমার সিংহ, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, চেয়ারম্যান আলহাজ আয়নাল হক, চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, চেয়ারম্যান আব্দুর রসিদ, চেয়ারম্যান হাদিউজ্জামান, চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান, চেয়ারম্যান মিজানুর রহমান, চেয়ারম্যান শান্তি, চেয়ারম্যান হোসেন আলী, চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।