ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নামাজে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
নামাজে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, আহত ৮

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জর গজারিয়া উপজলায় মসজিদে নামাজে  দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এশার নামাজ শেষে বালুয়াকাদি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রতক্ষ্যদর্শী ও আহতরা বাংলানিউজকে জানান, কুটিবাড়ী মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে নামাজের কাতার সোজা করা নিয়ে দুই প্রতিবেশী জাহর আলী ও জহির উল্লার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নামাজ শেষে জহির উল্লাহ গ্রুপের ১০/১২ জন জাহর আলীর বাড়িতে হামলা চালান।

এসময় সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হন।

আহতরা হলেন- জাহর আলী (৭০), তার স্ত্রী সাফিয়া  বেগম (৫৫), মা ফাতেমা (৩৩), ছেলে আল-আমিন (২৪), ভাতিজা ইমরান (২৭) , প্রতিবেশী রোকসানা (৩৫), আরিফ (২৭), ফয়সাল (৩০)।

আহত জাহর আলীকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।  

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন-অর-রশীদ বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়েছি। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। দুই পক্ষের কেউ লিখিত অভিযোগ দেয়নি।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।