ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যাংকের পানির ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
ব্যাংকের পানির ট্যাংক থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের পানির রিজার্ভ ট্যাংক থেকে জিয়াউর রহমান জিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে খবর পেয়ে ফায়ায় সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুখ বাংলানিউজকে জানান, ওমর ফারুখ ওই ভবনেই থাকতেন।

ধারণা করা হচ্ছে, পানির রিজার্ভ ট্যাংক কাজ করতে গিয়ে অচেতন হয়ে পড়লে তিনি আর উঠতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়াউর রহমান জিয়ার মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।