ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রং তুলির আঁচড়ে মুক্তিযুদ্ধের গল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
রং তুলির আঁচড়ে মুক্তিযুদ্ধের গল্প চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে ছবি আঁকা নিয়ে ব্যস্ত ফেনী বালিকা উচ্চ বিদ্যলয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাসফিয়া রহমান। ছবি: বাংলানিউজ

ফেনী: রাস্তা দিয়ে জিপে চেপে যাচ্ছে পাকিস্তানি হানাদার, অদূরে জঙ্গলে ঝোপের পাশে লুকিয়ে আছেন মুক্তিযোদ্ধারা।

যেই কাছে আসা লক্ষ্যবস্তু বরাবর গুলি ছোড়া, মুক্তিযোদ্ধাদের গুলিতে ক্ষত-বিক্ষত হয়ে যায় আলবদর হানাদারদের দেহ, উল্লাসে মেতে উঠে মুক্তিযোদ্ধারা। আকাশে উঠতে থাকে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা।


 
রঙ তুলির আঁচড়ে আর্ট পেপারের গায়ে মুক্তিযুদ্ধের এমন গল্পই তুলে ধরেছেন ফেনী বালিকা উচ্চ বিদ্যলয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাসফিয়া রহমান।  

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ফেনীর স্টার লাইন স্প্রাউট ইন্টার ন্যাশনাল স্কুল আয়োজিত বিজয় দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সে ছবি আঁকছিল। প্রতিযোগিতায় আরও অংশ গ্রহণ করে জেলার ২০টি স্কুলের ১৪০ জন শিক্ষার্থী।  

প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ প্রফেসর সন্তোষ রঞ্জন নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন- স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পরিচালক জামাল উদ্দিন, মাহমুদুল হাসান মুনীর ও মাইন উদ্দিন।  

প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে মোট ১৪০ জন অংশ গ্রহণ করে। এর মধ্যে ২০ জনকে বিশেষ পুরস্কারসহ অংশগ্রহণকারী সবাইকে সান্তনা পুরস্কার দেওয়া হয়।  

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, পড়া লেখার পাশাপাশি আমাদের প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই স্বাধীনতার স্বপক্ষের একটি সুস্থ প্রজন্ম তৈরি হবে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।