ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট: বাগেরহাটের ধরের ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার কোরামারা এলাকার রাঙ্গা মিয়ার ছেলে আল আমিন (২৮) ও দেপাড়া এলাকার সেকেন্দার শেখের ছেলে মিজান (৩৮)।

আহতদের মধ্যে পিকআপভ্যান চালক দেপাড়া এলাকার আফতাব মোল্লার ছেলে মাসুমের (৪১) নাম জানা গেছে।

বাগেরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল হক বাংলানিউজকে জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা রোহান পরিবহনের একটি বাস ধরের ব্রিজ এলাকায় এলে চুকনগরগামী একটি পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যান চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকি‍ৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।