ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে অনল বিকাশ চাকমা ওরফে প্লুটো চাকমা নামে ইউপিডিএফের এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্লুটোর বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলায়।

তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বন্দুভাঙ্গা ইউনিয়ন শাখার সংগঠক ছিলেন।

রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া বাংলানিউজকে জানান, রাতে আশপাশের লোকজন গুলির শব্দ শুনতে পান। প্লুটো যে বাড়িতে অবস্থান করছিলেন সেখানে অতর্কিত হানা দেয় ৪-৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী। তাৎক্ষণিক তারা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।