ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

যথাযোগ্য মর্যাদায় বিজিবির বিজয় দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, ডিসেম্বর ১৬, ২০১৭
যথাযোগ্য মর্যাদায় বিজিবির বিজয় দিবস উদযাপন বিজিবির বিজয় দিবস উদযাপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে বিজিবি সদর দফতরসহ বাহিনীর সব রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও ইউনিটসমূহে নানান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি অনুযায়ী বাদ ফজর বিজিবির সব ইউনিট মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত, বিজিবি’র উত্তরোত্তর অগ্রগতি এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

সকাল ৬টা ১০মিনিটে বাহিনীর সদর দফতরসহ সব ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া সকাল সাড়ে ৭টায় পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে সারাদেশে বিজিবি’র সব ইউনিটে প্রীতিভোজের আয়োজন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজিবি সদস্য ও তাদের পরিবারের এবং ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং বাহিনীর সদর দফতর ভবন ও গেইটে আলোকসজ্জা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।