ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

সাভারে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, ডিসেম্বর ১৬, ২০১৭
সাভারে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভার, ঢাকা: সাভারের আশুলিয়ায় পৃথক ঘটনায় এক গৃহবধূসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, আশুলিয়ার ইয়ারপুর এলাকার লাল পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মর্জিনা বেগম নওগাঁ জেলার দোমুরহাট থানাধীন গোরাবট গ্রামের মৃত ইসমাইল হোসেন মেয়ে। আটক সিদ্দিক হোসেন আশুলিয়ার জামগড়ার কুলন্ডাবাগ এলাকার ফজল মিয়ার ছেলে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে মর্জিনাকে তার শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় তার স্বামী সিদ্দিক হোসেনকে আটক করা হয়েছে।

অপরদিকে, অজ্ঞাতপরিচয় ওই তরুণের মরদেহ গুম করার করা জন্য দুর্বৃত্তরা ইয়ারপুর এলাকার লাল পাহাড়ের জঙ্গল ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে । নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।