ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে ঈশ্বরদীতে ৩৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিজয় দিবসে ঈশ্বরদীতে ৩৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

ঈশ্বরদী, পাবনা: মহান বিজয় দিবসে ৩৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদীর পাকশি রেলওয়ে ফুটবল মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ, রেলওয়ে থানা কমান্ড ও পাকশীর ৩৪ জন মুক্তিযোদ্ধাকে ফুলের শুভেচ্ছা ও পুরষ্কার সামগ্রী তুলে দেন পাকশি রেলওয়ে ম্যানেজার অসীম কুমার তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন- পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম বিভাগীয় প্রকৌশলী (সেতু) আরিফুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ।

সংবর্ধনা গ্রহণ করেন- আব্দুর রহিম টিনু, সামছুজ্জোহা, জহুরুল হক, আব্দুল ওয়াহাব, আ. বারী, রুহুল আমিন, আজাদ বিশ্বাস, আব্দুর জব্বার, জহুরুল ইসলাম, সিদ্দিকুল ইসলাম, হাবিবুর রহমান, নুর মোহাম্মদ, নুরুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল মজিদ, আব্দুল কাদের, আব্দুল গফুর আনসারী, আব্দুস সামাদ, জালাল উদ্দিন, মোক্তার হোসেন, একেএম আনেয়ারুল ইসলাম, রেজাউল করিম, মহসীন আলী, আফতাব উদ্দিন, শহিদুর রহমান, আব্দুর রহমান রাঙ্গা, আজিজুর রহমান টুকু, আমিরুল ইসলাম, আব্দুল মতিন, আসাদুল হক, আছমত আলী, আব্দুল মতিন, মন্টু আলী।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।