ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৪ যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১২, ডিসেম্বর ১৬, ২০১৭
জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৪ যুবক নিহত

জামালপুর: জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় চার যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক আহত রয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর-দেওয়ানগঞ্জ রোডের মেঘারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেঘারবাড়ি গ্রামের ফুলুর ছেলে মামুন (২৫), হেলালের ছেলে আনোয়ার হেসেন (২৪) এবং ডিগ্রিরচর গ্রামের সাইফুল (৩২) ও জাহাঙ্গীর আলম (৩২)।

স্থানীয়রা জানান, রাতে মেঘারবাড়ী এলাকায় জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে চলে যায়। এসময় ইসলামপুরগামী দু’টি মোটরসাইকেলের সঙ্গে ওই ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন এবং জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়। এ ঘটনায় সুজন নামে আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল করিম বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।