ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় মাইক্রোবাস উল্টে ভারতীয় নাগরিক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
মাগুরায় মাইক্রোবাস উল্টে ভারতীয় নাগরিক নিহত 

মাগুরা: মাগুরা সদর উপজেলার ভিটাসাইর এলাকায় মাইক্রোবাস উল্টে ইসলাম (৩২) নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো চারজন।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই মাইক্রোবাসের যাত্রী আহত রাজা (৩২) বাংলানিউজকে বলেন, আমরা ঢাকায় কাজ সেরে ভারতে যাচ্ছিলাম। সকাল ৬টার দিকে ভিটারসাইর এলাকায় এলে আমাদের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই আমাদের সঙ্গে থাকা ভারতীয় নাগরিক ইলামের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আমি ছাড়াও ফয়ছাল (৩৬), আলতাফ (৪৫) ও রহমত আলী (২৫) আহত হন।  

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।