ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে পৌঁছেছে ছায়েদুল হকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
নাসিরনগরে পৌঁছেছে ছায়েদুল হকের মরদেহ মন্ত্রীর মরদেহবাহী হেলিকপ্টার

ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের প্রথম জানাজার পর তার মরদেহ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নেওয়া হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা থেকে মন্ত্রীর মরদেহবাহী হেলিকপ্টার নাসিরনগর ডিগ্রি কলেজ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা ও আখাউড়া) সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের (সদর ও বিজয়নগর) সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে দেখতে ছুটে আসেন।

রোববার দুপুরে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসআই

** 
সংসদের দ‌ক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের জানাজা সম্পন্ন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।