ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
ঘন কুয়াশায় কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের ফেরি চলাচল। রোববার (১৭ ডিসেম্বর) রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে শুরু করে পদ্মার অববাহিকায়। রাত দশটার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরির চালকেরা।

ফলে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।

এদিকে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি ফেরি পরিবহন নিয়ে পদ্মা নদীর বিভিন্ন স্থানে আটকে রয়েছে। কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন নিয়ে অপেক্ষায় রয়েছে দু’টি ফেরি।

নোঙর করা ফেরিগুলো হলো- বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ পরাণ, আইটি-৯১, করবী, কিশোরি। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ প্রান্তে ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

ঘাট সূত্র আরো জানায়, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় কাঁঠালবাড়ী ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা পরিবহনের সংখ্যা বাড়ছে।

এদিকে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরীকে বহনকারী ভিআইপি ফেরি ফরিদপুরও ঘন কুয়াশার কারণে আটকে রয়েছে ঘাটে। তিনি ঢাকায় ফেরার জন্য রাত দশটায় কাঁঠালবাড়ী ঘাটে এসে কুয়াশার কবলে আটকে পড়েন বলে ঘাট সূত্র জানায়।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, কুয়াশা বাড়তে থাকায় রাত দশটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।