ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাকরি জাতীয়করণের দাবি বরিশালের মাদ্রাসা শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
চাকরি জাতীয়করণের দাবি বরিশালের মাদ্রাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে বরিশালে প্রতিনিধি সম্মেলন

বরিশাল: ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে বরিশালে প্রতিনিধি সম্মেলন করেছেন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা। 

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন এর উদ্যোগে সোমবার (১৮ ডিসেম্বর) সকালে বরিশাল সিটি কলেজ চত্ত্বরে এ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এএমএম বাহাউদ্দিন।

 এছাড়া বরিশাল মহানগর সভাপতি মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহাসচিব মোহাম্মদ সাব্বির আহমেদ।  
 
বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।