ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বীর নিবাস’ পেলেন সাদুল্যাপুরের মুক্তিযোদ্ধা ফুলমতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
‘বীর নিবাস’ পেলেন সাদুল্যাপুরের মুক্তিযোদ্ধা ফুলমতি মুক্তিযোদ্ধা রাজকুমারী রবিদাস ফুলমতি

গাইবান্ধা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ‘বীর নিবাস’ ঘর পেলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নারী মুক্তিযোদ্ধা রাজকুমারী রবিদাস ফুলমতি। 

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সাদুল্যাপুর উপজেলা শহরতলীর ভূমি অফিস সংলগ্ন সরকারি খাস জমির ওপর নির্মিত ‘বীর নিবাস’ উদ্বোধন করেন গাইবান্ধা-৩ আসনের (সাদুল্যাপুর-পলাশবাড়ী) সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেছের উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মো. ফজলুল হক রানা, উপজেলা প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির এবং আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও সুধি মহল উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা রাজকুমারী রবিদাস ফুলমতির ‘বীর নিবাস’

ঘর পেয়ে আবেগাপ্লুত মুক্তিযোদ্ধা রাজকুমারী রবিদাস ফুলমতি বাংলানিউজকে বলেন, সরকারি খাস জমিতে ছোট ছাপড়া ঘরে ছেলে-মেয়ে নিয়ে কষ্টে বসবাস করতাম। দেশ স্বাধীনের ৪৬ বছর পর আমি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছি। জীবনের শেষ সময়ে এসে হলেও থাকার ঘর পেয়েছি। এজন্য আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

সাদুল্যাপুরের ইউএনও রহিমা খাতুন বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদান রয়েছে রাজকুমারী রবিদাস ফুলমতির। তার উন্নত জীবনের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন পাকা ঘর দেওয়া হলো।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।