ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
ফরিদপুরে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন ফরিদপুরে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

ফরিদপুরে বাংলাদেশ যুব গেমস-২০১৮ এর উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে গেমসের উদ্বোধন হয়।

বাংলাদেশ আলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ফরিদপুরের জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ যুব গেমস আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত থেকে গেমসের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।


 
অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জামাল পাশা, জেলা ক্রীড়া সংস্থার সাধরাণ সম্পাদক এসএমএ আহসান তুহিন প্রমুখ।

এ প্রতিযোগিতায় সোমবার ফুটবলের চারটি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে দুটি ও সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর স্টেডিয়ামে ফরিদপুর সদর ও চরভদ্রাসন উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। গোল দুটি করে চরভদ্রাসনের সজিব ও সদরের অমিত। পরে টাইব্রেকারে চরভদ্রাসন ১(৫)-১(৪) গোলে সদরকে হারিয়ে দেয়।
 
অপর খেলায় সদরপুর ১-০ গোলে ভাঙ্গা উপজেলাকে হারিয়ে দেয়। সদরপুরের আকাশ বিশ্বাস জয়সূচক গোলটি করেন।

সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নগরকান্দা ও আলফাডাঙ্গা উপজেলারর খেলাটি নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হয়। পরে টাইব্রেকারে নগরকান্দা ৪-৩ গোলে আলফাডাঙ্গাকে হারিয়ে দেয়।

ওই মাঠে অপর খেলায় মধুখালী ১-০ গোলে বোয়ালমারী উপজেলাকে হারিয়ে দেয়। মধুখালীর রবিন আলম জয়সূচক গোলটি করেন।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।