ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩১, ডিসেম্বর ১৯, ২০১৭
সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর ওয়াপদা বাঁধ এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সবুজ হোসেন (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়। সবুজ মিরপুর মহল্লার শহিদুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) আলী জাহান বাংলানিউজকে জানান, সবুজ মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেম সময়: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।