ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে আটক শিবির কর্মী জেলহাজতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, ডিসেম্বর ১৯, ২০১৭
ঝালকাঠিতে আটক শিবির কর্মী জেলহাজতে

ঝালকাঠি: ঝালকাঠিতে শিবির কর্মী পরিচয়ে আটক মো. মাইনুল ইসলামকে (২২) জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

তিনি জানান, মাইনুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ পাওয়া যায়।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্য গুয়াটন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাইনুল ঢাকা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ও গুয়াটন এলাকার মৃত মোতালেব আকনের ছেলে।  

আটকের পর তিনি নিজেকে শিবির কর্মী বলে পরিচয় দেন। তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। পাশাপাশি ৫৭ ধারায় তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা গ্রহণের আনুমতি চেয়ে ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অভিযোগকারীর পক্ষ থেকে এ সংক্রান্ত মামলা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়:  ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।