ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

ভোমরায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, ডিসেম্বর ১৯, ২০১৭
ভোমরায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ট্রাক, নিহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দ‌রে নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় একটি ট্রাক চায়ের দোকানকে চাপা দেওয়ায় উজ্জ্বল হো‌সেন নামে এক পাথর ব্যবসায়ী নিহত হ‌য়ে‌ছেন। এতে আহত হ‌য়ে‌ছেন আরও তিনজন। 

মঙ্গলবার (১৯ ডি‌সেম্বর) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে ভোমরা বন্দ‌রের সোনালী ট্রান্স‌পো‌র্টের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

উজ্জ্বল হো‌সেনের বা‌ড়ি খুলনার পাইকগাছায়।

 

ভোমরা ই‌মি‌গ্রেশন পু‌লি‌শের উপপ‌রিদর্শক (এসআই) জু‌য়েল বাংলা‌নিউজকে জানান, সন্ধ্যায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়‌কের পাশে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির চা‌য়ের দো‌কা‌নকে চাপা দেয়। এ‌তে ঘটনাস্থলেই নিহত হন উজ্জ্বল হোসেন। এসময় আহত হন আরো তিনজন। তাদের নাম জানা যায়নি। আহত‌দের উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।