ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
কালিয়াকৈরে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার 

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর থেকে অপহরণের পর সাভার থেকে অপহৃত শিশু মীম আক্তারকে (৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইসমাইল হোসেন (২৮) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে তাকে ঢাকার সাভার থেকে উদ্ধার করা হয়।  

মীম টাঙ্গাইলের ঘাটাইল থানার গোপিনপুর এলাকার মো. শাহীন শিকদারের মেয়ে।

 

ইসমাইল সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রাম এলাকার ময়দান হোসেনের ছেলে। ইসমাইল ও অপহৃত শিশু মীম একই বাসায় ভাড়া থাকতো।  

পুলিশ ও অপহৃত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা পাশাগেট এলাকায় শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকে। তার বাবা রিকশা চালান এবং মা গামের্ন্টস কর্মী।  

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে মীমকে তাদের ভাড়া বাসার অন্য ভাড়াটে ইসমাইল অপরহণ করে নিয়ে যান। পরে তিনি মোবাইলে মীমের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। ওইদিন বিকেলে মীমের বাবা শাহীন কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সাভারের নবীনগর থেকে মীমকে উদ্ধার এবং অপহরণকারী ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ।  

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শিশুটিকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭     
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।