ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
শাহবাগে বাসে আগুন শাহবাগে বাসে আগুন/ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর শাহবাগ মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১২টা ১০মিনিটের দিকে হঠাৎ করে খিলগাঁও টু মোহম্মদপুরগামী মিডওয়ে পরিবহনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রাসেল বাংলানিউজকে জানান, শাহবাগে একটা গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।  

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. মিজান বাংলানিউজকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে আজিজ সুপার মার্কেটের সামনে মিডওয়ে পরিবহন বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

অগ্নিকান্ডে বাস চালক  আতিক মোল্লার (৪২) হাত ও পায়ের কিছু অংশ ঝলছে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন।  


বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭ 
এসজেএ/এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।