ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, ডিসেম্বর ২০, ২০১৭
কাপাসিয়ায় মাথাবিহীন যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরুন পশ্চিমপাড়া খালেকেরটেক থেকে মাথাবিহীন অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ওই এলাকায় একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মনিরুজ্জামান খান বাংলানিউজকে বলেন, কাপাসিয়ার তরুন পশ্চিমপাড়া খালেকেরটেক এলাকায় মস্তক বিহীন ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতরে পরনে কালো রংয়ের প্যান্ট, কালো ফুল হাতা গেঞ্জি, হলুদ-সাদা সোয়েটার, কালো জুতা ও হাত মোজা রয়েছে। নিহত যুবকের মাথা খোঁজা হচ্ছে এবং নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭    
আরএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।