ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিজিবি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় প্রীতিভোজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, ডিসেম্বর ২০, ২০১৭
বিজিবি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় প্রীতিভোজ বিজিবি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় প্রীতিভোজ

কুষ্টিয়া: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সেক্টর ও ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ উদ্যোগে স্থানীয় খেলার মাঠে এ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।  

৪৭ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর আ.ন.ম নজরুল ইসলামের পরিচালনায় প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর সৈয়দ আবু হাসান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ, পৌর মেয়র এনামুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা জায়েদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সূবর্ণা রাণী সাহা, কুষ্টিয়া বিজিবি সেক্টরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য মুহাম্মদ আলী জোয়ার্দ্দার, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন।

এ উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।