ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

জেএমবির সারোয়ার গ্রুপের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, ডিসেম্বর ২০, ২০১৭
জেএমবির সারোয়ার গ্রুপের ২ সদস্য আটক র‍্যাবের জালে আটক জেএমবির সারোয়ার গ্রুপের দুই সদস্য। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার গ্রুপের ২ সক্রিয় সদস্যকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১১) সদস্যরা।

বুধবার (২০ ডিসেম্বর) র‌্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন-মিজানুর রহমান ওরফে আব্দুল্লাহ ওরফে আব্দুল্লাহ আল মিজান (৩৭) এবং ইব্রাহীম খলিল ওরফে ইব্রাহীম ওরফে শাহাজাহান (৩০)।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার গ্রুপের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। তারা দু’জনই মামলার এজাহারভুক্ত আসামি। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই ও লিফলেট জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
পিআর/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।