ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বিজিবি দিবসে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
নীলফামারীতে বিজিবি দিবসে নানা আয়োজন

নীলফামারী: নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে উদযাপিত হয়েছে সপ্তম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। এরপর প্রীতিভোজে বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম ও ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আবুল কালাম আজাদ।

 

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আব্দুস সোবহান, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এসএম হাসনাত হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম হামিদুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদ, নীলফামারী চেম্বারের সভাপতি মারুফ জামান কোয়েল, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী প্রমুখ।

দিবসটি উপলক্ষে ফজরের নামাজের পর বিওপি সদর ও সব বিওপিতে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, সকাল সাড়ে ৭টায় কার্যালয়ের সামনে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, সকাল ৯টায় বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। বিকেলে সেখানে ৫৬ বিজিবি ব্যাটালিয়ন ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ